আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: অবৈধভাবে ভারত থেকে আসার সময় সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর সীমান্ত এলাকা থেকে জেএমবি সন্দেহে এক জামাত কর্মীকে আটক করেছে বিজিবি। শনিবার বেলা ১২ টার দিকে স্থল বন্দর সীমান্ত এলাকার মেইন পিলার ৩ ও সাব পিলার ৩ এর নিকট থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ভারতীয় সিম ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিম ও মেমোরি কার্ডে ২০১৩ সালের জামাত-শিবিরের সহিংসতার ছবি ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে। আটককৃত ব্যক্তির নাম আজিজুল ইসলাম খোকন (৩৮)। সে সদর উপজেলার লক্ষিদাড়ি গ্রামের বাবর আলীর ছেলে।
সাতক্ষীরা ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম জানান, ভোমরা স্থল বন্দর এলাকায় আজিজুল ইসলাম সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করছিল। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ভারতীয় সিম ও মেমোরি কার্ড উদ্ধার করা হয় যার মধ্যে ২০১৩ সালের জামাত-শিবিরের সহিংসতার ছবি ও ভিডিও ফুটেজসহ বিজিবির অভিযানের ছবি এবং জামায়াত নেতাদের ছবি পাওয়া গেছে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে সহিংসতার মামল রয়েছে।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক আরমান হোসেন পিএসসি এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অধিকতর অনুসন্ধানের জন্য আটককৃত আজিজুল ইসলামকে বিজিবি’র ফিল্ড ইনটেলিজেন্স গ্রুপ যশোর অঞ্চলে পাঠানোর প্রস্তুতি চলছে।