জাহিবা হোসাইন, (মংলা), বাগরেহাট: খুলনা বিভাগীয় সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহণ ধর্মঘটের কারণে মংলায় রবিবার ভোর থেকে যাত্রীবাহী বাস-মিনিবাস ও পণ্যবাহী ট্রাক চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সকালে মংলা থেকে দূরপাল্লার কোনও যানবাহন ছেড়ে যায়নি।
এছাড়া মংলা-খুলনা-বাগেরহাটসহ আশপাশের সকল রুটেই যান চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে যাত্রী সাধারণ। এদিকে পণ্যবাহী ট্রাক চলাচলও বন্ধ থাকায় মংলা বন্দর জেটিতে আমদানি-রপ্তানিপণ্যসহ ইপিজেড ও স্থানীয় শিল্প কলকারখানার পণ্য পরিবহণও বন্ধ রয়েছে। এতে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে ব্যবসায়ীরা।
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজনের মুত্যুর ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স এবং সিলেটে একটি দুর্ঘটনায় গ্রীন লাইন পরিবহণ কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা ক্ষতিপূরণের মামলা দুটি প্রত্যাহারের দাবিতে রবিবার ভোর থেকে পরিবহণ ধর্মঘট পালন করছে খুলনা বিভাগীয় সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।