আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। মানুষ মানুষের জন্য, সেবার ব্রত নিয়ে-প্রবীণ অসহায় মানুষের সেবা প্রদানের লক্ষ্যে শনিবার সকালে শহরের পলাশপোলে ডাঃ সৈয়দ মোবারক আলীর চেম্বারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডাঃ সৈয়দ মোবারক আলী, মোঃ আব্দুর রব ওয়ার্ছী, মোজাম্মেল হক, মোজাম্মেল হোসেন, গোলাম রব্বানী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ সৈয়দ মোবারক আলী বলেন,‘প্রবীণ হিতৈষী সংঘ সেবা’র মনোভাব নিয়ে সমাজে মহতি কাজ করছে। আমি একজন সেবক হিসেবে বয়সের শেষ প্রান্তে যেসব মানুষ অসহায়ত্ব বরণ করছে তাদের সেবা দিতে পারাটাও আমার জন্য অনেক বড় বিষয়। এ ধরনের সেবামূলক কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এসব সামাজিক উদ্যোগ সফল করতে প্রবীণদের পাশাপাশি যুবকদের সাথে নিয়ে কাজ করতে হবে।’
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী দিনে চিকিৎসা প্রদান করা হয় কাশেমপুর এলাকার মুমূর্ষু রোগী খলিলুর রহমান ও সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ সহকারী শিক্ষক আবুল হোসেনসহ ৫জন প্রবীণ ব্যক্তিকে।