বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় শেরপুর সরকারি কলেজ সেরা

হাকিম বাবুল, শেরপুর: ময়মনসিংহ বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় শেরপুর সরকারি কলেজ শিক্ষার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মো. শফিউল আলম আলম শেরপুর সরকারি কলেজের প্রতিনিধির হাতে সেরা স্বীকৃতির ক্রেস্ট তুলে দেন। এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি. এম. সালেহ উদ্দিনসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

Digital Fair Stall
বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় শেরপুর সরকারি কলেজ সেরা হয়েছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ১২-১৩ মে দুইদিনব্যাপী ময়মনসিংহ জিমনেশিয়াম ভবনে এ বিভাগীয় ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ে এবং স্বল্প খরচে জনগণের দোরগোড়ায় সেবা প্রদান করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ক্ষেত্রে কি কি কার্যক্রম পরিচালনা করছে এবং সেইসাথে নতুন কি কি উদ্ভাবনীমূলক কাজ করছে তা প্রদর্শন করাই ছিলো এ ডিজিটাল মেলার উদ্দেশ্য।

মেলায় শেরপুর সরকারি কলেজ বাস্তবায়নকৃত যে সকল ডিজিটাল সেবা ও উদ্ভাবনীমূলক কাজসমূহ প্রদর্শন করেছে তার মধ্যে ছিলো- ডিজিটাল কনটেন্ট তৈরি ও কম্পিউটার পরিচালনার উপর কলেজের সকল শিক্ষককে পর্যায়ক্রমে ইনহাউজ ট্রেনিং প্রদান; ডিজিটাল কনটেন্ট ও মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান, কলেজ ক্যাম্পাসকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা; কলেজের সকল বিভাগে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান, শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সকল প্রকার ফি জমা, লেনদেন ও সেবা প্রদান; শিক্ষার্থীদের জন্য অনলাইনে ডিজিটাল কনটেন্ট আপলোড ও ডাউনলোডের ব্যবস্থা; এনড্রয়েড মোবাইল অ্যাপস-এর মাধ্যমে ক্লাসে মডেল টেস্ট গ্রহণ ও তাৎক্ষণিক ফলাফল প্রদান ও শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করার জন্য বিভিন্ন সহশিক্ষাক্রমিক কার্যক্রম পরিচালনা করা।

এ ডিজিটাল মেলায় শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, উপজেলা ই-তথ্য সেবা, ব্যক্তিগত/প্রাতিষ্ঠানিক পর্যায়ের উদ্ভাবক, সরকারি ভূমি অফিসসহ বিভিন্ন ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার মোট ৪৪টি স্টল ছিল। মেলার উদ্বোধন করেছিলেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.