জাহিবা হোসাইন, (মংলা), বাগরেহাট: মংলা-খুলনা মহাসড়কের রূপসা খানজাহান আলী ব্রিজের টোলপ্লাজা এলাকা থেকে প্রায় ২ কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় পণ্য আটক করেছে মংলা কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি নিয়মিত টহল দল রবিবার ভোরে খুলনার রূপসা খানজাহান আলী ব্রিজের টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়।
এ সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হওয়াতে সেটিতে তল্লাশি চালিয়ে ভারতীয় ৩ হাজার পিচ শাড়ী, ৫৭ টি থ্রিপিচ, ৪ হাজার ৫শ ১০ মিটার থান কাপড়, ২৮ লাখ ৬০ হাজার পিচ ট্যাবলেট ও ৬ হাজার ৩শ কেজি বিট লবণ আটক করে কোস্ট গার্ড। আটককৃত ভারতীয় পণ্যের মূল্য প্রায় ২ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৫শ টাকা বলে জানায় কোস্টগার্ড।
আটককৃত পণ্য মংলা কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়েছে। ক্যাপ্টেন মেহেদী মাসুদ বলেন, রমজান ও ঈদকে সামনে রেখেই চোরাকারবারীরা তৎপর হয়ে উঠেছে। সম্প্রতিকালের এটিই কোস্টগার্ডের অভিযানে আটক সবচেয়ে বড় ভারতীয় পণ্যের চালান। চলতি বছরের এ পর্যন্ত কোস্ট গার্ডের অভিযানে আটক হয়েছে প্রায় ১৪ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য।