রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ১ কিশোর নিহত এবং ৬ জন আহত হয়েছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, রোববার দুপুর ১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর গ্রামের ইয়াসিন আলীর পুত্র ইয়ারুজ (১৬) রিক্সা ভ্যানযোগে বীরগঞ্জ উপজেলা সদরে আসার পথে চলন্ত ভ্যান থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে দুপুর ৩টায় ইয়ারুজকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ গতকাল রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
অন্য ঘটনায় রোববার দিনাজপুর শহর থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে পুলহাট যাওয়ার পথে শহরের নিমনগর বাসস্ট্যান্ড চক্ষুহাসপাতালের সামনে ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে ইজিবাইক উল্টে যায়। এতে ইজিবাইক চালক জলিল (২৫), যাত্রী শাহানুর (৩০), রফিকুল (২৮), জোবায়ের (৩২), আকলিমা (১৮) ও ফিরোজা (২২) আহত হয়। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।