রতন সিং, দিনাজপুর: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ২টি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পরীক্ষায় কৃতকার্য হয়নি।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, চলতি বছর এসএসসি পরীক্ষায় এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় ২ হাজার ৫৬৯টি বিদ্যালয়ের ১ লক্ষ ৪৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। বিদ্যালয়গুলোর মধ্যে ২টি বিদ্যালয় হতে কোন পরীক্ষার্থী কৃতকার্য হয়নি।
বিদ্যালয় ২টি হলো গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সরকান্দা গালর্স হাই স্কুল (পরীক্ষার্থী ৪ জন) ও দিনাজপুরের খানসামা উপজেলার নলবাড়ী গার্লস হাই স্কুল (পরীক্ষার্থী ৬ জন)। এ ২টি বিদ্যালয় থেকে ১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। বিদ্যালয় ২টির এমপিও বাতিল করার জন্য শিক্ষা বোর্ডের পক্ষ হতে শিক্ষা মন্ত্রনণালয়ে অভিযোগ প্রেরণ করা হবে।