বিএনপি নেত্রী খালেদা পাকিস্তানের মুখপাত্র হিসেবে কাজ করছেন: শিল্পমন্ত্রী

আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হলেই পাকিস্তান যে ভাষায় প্রতিবাদ করে, খালেদা জিয়াও সেই একই ভাষায় কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া পাকিস্তানের মুখপাত্র হিসেবে কাজ করছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশকে নতুন করে পাকিস্তান সৃষ্টির ষড়যন্ত্র শুরু হয়। সেই ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে উল্লেখ করে তিনি আরো বলেন, জাতি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে বলেই কোনও ষড়যন্ত্র সফল হচ্ছে না।

Satkhira News Al, Amu -15.05.16 -1
সাতক্ষীরায় মতবিনিময় সভায় শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বক্তব্য রাখেছন

আমির হোসেন আমু রোববার দুপুরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

জেলা সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদের সভাপতিত্বে সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, শেখ হাসিনাকে একুশ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু মৃত্যুর সাথে আলিঙ্গন করে শেখ হাসিনা সকল ষড়যন্ত্র প্রতিহত করেছেন। তিনি দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

মন্ত্রী পরে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে শুল্কমুক্ত বিপনী উদ্বোধন করেন। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সংসদ সদস্য জগলুল হায়দার, সংসদ সদস্য রিফাত আমিনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.