ভুয়া ও জাল দলিল: সাতক্ষীরায় সাব রেজিস্ট্রার ও দলিল লেখককে গ্রেফতার করেছে দুদক

আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: জাল দলিল ও ভুয়া রেকর্ড করার অভিযোগে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্যা ও দলিল লেখক একেএম মুনসুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার সন্ধ্যায় দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক এসএম শামীম ইকবালের নেতৃত্বাধীন একটি টিম তাদেরকে গ্রেফতার করে।

photos Lutfar Rahamn Mallaha
সাব রেজিস্ট্রার লুৎফর রহমান  মোল্যা

গেফতারকৃতরা হলেন, মাদারিপুর জেলার মাদারকোলনি গ্রামের আব্দুস ছাত্রার মোল্লার ছেলে সাব রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা ও সদর উপজেলার মুনজিতপুর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে দলিল লেখক একেএম মুনছুর রহমান।

photos2 Munsur
দলিল লেখক একেএম মুনসুর রহমান

দুদকের খুলনা অঞ্চলের সহকারি পরিচালক এস এম শামীম ইকবাল জানান, সদরের পলাশপোল এলাকার আহসান নামে এক ব্যাক্তি ২০/০৪/২০১৬ তারিখে জাল দলিল ও ভুয়া রেকর্ড করার অভিযোগে সদর থানায় একটি মামলা করে। মামলা নং ৪৩। সদর থানা মামলটি দুদক খুলনা অঞ্চলের কাছে হস্তান্তর করে। অভিযোগের ভিত্তিতে দুদক রোববার তাদেকে গ্রেফতার করে। দুদক মামলাটি পর্যালোচনা করে জাল ও ভুয়া দলিল করার সত্যতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, দুদক তাদেরকে গ্রেফতার করে সদর থানায় সোপার্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.