রবিউল হাসান রবিন, (কাউখালী)পিরোজপুর: বিদেশে সুনাম অর্জন করা পিরোজপুরের কাউখালীতে পানের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উচ্চমূল্য আর পানের ভালো ফলন পাওয়ায় চাষিরা পান চাষে ঝুঁকেছেন। পিরোজপুরের কাউখালীর উন্নত পান এখন দেশের সীমানা পেরিয়ে মধ্যপ্রাচ্যে রফতানি হচ্ছে। বিদেশেও সুনাম অর্জন করেছে এ উপজেলার উৎপাদিত পান।
পান আবাদ করে অনেকেই সফলতা পেয়েছে। চলতি মৌসুমে পানের উচ্চমূল্য পাওয়ায় পান চাষে চাষিরা বেশি উৎসাহিত হচ্ছে। অন্যান্য বছরের চাইতে এ বছর পানের ভালো ফলন পেয়েছে চাষিরা। গত ১৫-২০ বছরের মধ্যে এ বছর পানে সবচাইতে বেশি লাভ পেয়েছে তারা।