স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬-এ পাবনা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ঈশ্বরদীর দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা আক্তার। সেকেন্ডারি এডুকেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতাধীন এই বিদ্যালয়ে তিনি ২০১০ সাল হতে প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬-এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচনের প্রতিযোগিতায় খালেদা আক্তার প্রথমে ঈশ্বরদী উপজেলা হতে নির্বাচিত হন। পরে জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি পাবনা জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন।
এরপর রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯টি বিষয়ের উপর প্রদত্ত নম্বরের ভিত্তিতে শেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচন করা হয়।