গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছে। ঢাকা-খুলনা সহাসড়কের সদর উপজেলার সোনাশুরে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, ভোর রাতে ওই স্থানে দ্রুতগামী একটি গাড়ি অজ্ঞাত ব্যক্তিকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থানে নিহত হয়। পরে সকালে স্থানীয়রা লাশ দেখেতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। সে ওই এলাকায় বেশ কিছুদিন মস্তিস্ক বিকৃত অবস্থায় ঘোরাফেরা করছিল।