গোপালগঞ্জে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

হায়দার হোসেন, গোপালগঞ্জ: নানা কর্মসূচির মধ্যে দিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ সকল কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগ শহরে মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।

Gopalganj Shekhi Hasina Shodesh Protaborton Dibosh Photo 17.05.2016
গোপালগঞ্জে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আক্রামুজ্জামান আকরাম, জেলা যুবলীগের সভাপতি জিএম শাহাবুদ্দিন আযম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়া টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ ও এর অংগ-সংগঠন মিছিল ও আলোচনা সভার আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.