আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল):“জেগেছে যুব জেগেছে দেশ, লক্ষ্য-২০৪১ এ উন্নত বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে বুধবার যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে টাঙ্গাইলের ধনবাড়ীতে এক প্রশিক্ষণ কর্মশালা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসান তালুকদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, ডাঃ কাজী মোঃ আসিফ হাসনান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা প্রমুখ।