বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওমর আলী (৪০) নামের এক পুলিশ কন্সেস্টবল নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাগেরহাট কোর্ট চত্বরের সামনে বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য বাগেরহাট সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন (কনেস্টবল নং-৮৯৩)। নিহত মোল্লা ওমর আলী গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার মধ্য বনগ্রামের মোল্লা লুৎফর রহমানের ছেলে।
বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্যা জানান, সকালে পুলিশ কন্সেস্টবল ওমর আলী বাইসাইকেল নিয়ে বাগেরহাট কোর্ট এলাকার যাত্রীছাউনির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বাগেরহাট থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস পিছন থেকে তাকে ধাক্কা দিলে কন্সেস্টবল ওমর আলী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল আনা হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাগেরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল হালিম চৌধুরী বলেন, পুলিশ সদস্য ওমর আলীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ঘাতক বাসটিকে ( খুলনা ব-৯৩১) আটক করা হয়। এ সময় ঐ বাসের চালক পালিয়ে যায়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।