ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা: ডোমার উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা, দুলাভাই, ভাই ও চাচাসহ ৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. সাবিহা সুলতানা মঙ্গলবার দুপুরে এ জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্তরা হলেন উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের কনের বাবা মো. বিশারু মামুদ (৪৫), কনের দুলাভাই মো. ফারুক হোসেন (২৫), চাচা মো. সুমন ইসলাম (২৮), ভাই মো. আয়নাল (২২) ও মাহবুব (২৬)।
ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সুফিয়ান জানান, উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের বিশারু মামুদের মেয়ে সুন্নি দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী জহুরা খাতুনের (১৩) সাথে দক্ষিণ চান্দখানা গ্রামের মমিনুলের ছেলে মতিয়ার রহমানের (১৮) বিয়ের দিন ধার্য ছিল। বড়যাত্রী কনের বাড়িতে এলে পুলিশ কনের বাড়িতে অভিযান চালিয়ে কনের বাবা, চাচা, ভাই ও কনের দুলাভাইকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ বরযাত্রীরা পালিয়ে যায়।
দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. সাবিহা সুলতানা ৫ জনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন।