জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ভাংচুর করা হয়েছে। অধ্যক্ষের অর্থ আত্মসাৎ, প্রশাসনিক ভবন নিজের ব্যক্তিগত কাজে ব্যবহারসহ নানা অভিযোগ এনে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, বেলা ১২টার দিকে কলেজের শিক্ষার্থীরা প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে অধ্যক্ষের কার্যালয়ের সামনে হাজির হয় এবং অধ্যক্ষের কক্ষ ভাঙচুর করে। এ সময় অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান নিজের রুমে অবরুদ্ধ হয়ে পড়েন। কলেজের শিক্ষার্থী সাকিব হাসান প্রিন্স জানান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের উপবৃত্তি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের টাকা আত্মসাৎ করে আসছেন। এসবের প্রতিবাদ করলে তিনি শিক্ষার্থীদের সঙ্গে অসদাচারণ করে করেন।
এ বিয়য়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান জানান, কী কারণে শিক্ষার্থীরা ভাঙচুর করেছে তা তিনি জানেন না।