একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ: নওগাঁর রাণীনগরে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। এলাকার হাট-বাজার পাড়া গ্রাম মহল্লাসহ অলি-গলি ছেঁয়ে গেছে নির্বাচনের পোস্টারে। সর্বত্র বিরাজ করছে ভোটের উৎসাহ-উদ্দীপনা।
দীর্ঘ প্রায় ৮বছর পর দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ মে। এরই মধ্যে ১৩ মে প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা প্রচার প্রচরণায় নেমে পড়েছেন, করমর্দন করছেন সবার সাথে। পাড়া-গ্রাম-মহল্লা থেকে শুরু করে হাট-বাজার, চা-স্টলে ভোটারদের মাঝে চলছে আলোচনা, পর্যালোচনা। কাকে ভোট দেওয়া যাবে, কে ভালো কে মন্দ, পুরাতন প্রার্থী আর নতুন প্রার্থীদের তুলনা করা হচ্ছে যোগ্যতা আর সততার সাথে। সাথে চলছে ক্ষমতা নিয়েও আলোচনা।
প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের নানাভাবে বুঝিয়ে তাদের গ্রহণযোগ্যতা তুলে ধরে তার পক্ষে সর্মথন নেয়ার জন্য। রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে এবার মোট ৩০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয় দলেই রয়েছে একাধিক প্রার্থী। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯১ জন ও ৭২টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন প্রার্থী। ইতিমধ্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ,শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্ঠ কর্তারা।
এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল হোসেন জানান, আমরা আশা করছি ৮টি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ,শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।