স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাকশী ও দাশুড়িয়ায় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। মুলাডুলি ও পাকশীর রূপপুরে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে বুধবার রাতে দুটি পথসভা অনুষ্ঠিত হয়। মুলাডুলিতে আওয়ামী লীগ প্রার্থী সেলিম মালিথার নির্বাচনী পথসভায় দলীয় শৃংখলা ভঙ্গ করে স্বতন্ত্রভাবে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় এই ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান ফান্টু মন্ডলকে বহিস্কারের ঘোষণা দেন পাবনা জেলা কমিটির সহ-সভাপতি নূরুজ্জামান বিশ্বাস।
এদিকে পাকশী ইউনিয়নে রূপপুর বিবিসি বাজারে অনুষ্ঠিত প্রার্থী এনাম বিশ্বাসের পথসভায় বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মুস্তাফিজুর রহমান সেলিমকে বহিস্কারের ঘোষণা দেন। এই সভাগুলোতে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু, শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা রশীদুল্লাহ, উপজেলার ভাইস চেয়ারম্যন মাহজেবীন শিরীণ পিয়া প্রমূখ।