স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণায় বাধা, পোস্টার ছেঁড়া, নির্বাচনী অফিস ভাংচুর, জীবননাশ ও কেন্দ্র দখলের হুমকীর অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম।
তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনামুল হক বিশ্বাসের বিরুদ্ধে বুধবার সকালে রূপপুরে তাঁর নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিতভাবে এই অভিযোগ জানিয়েছেন।
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে এই বিদ্রোহী প্রার্থী মোটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জানান, বারংবার অভিযোগ করা স্বত্বেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করছে না। প্রশাসনের নির্লিপ্ততায় এখানে ভোট নিরপেক্ষ হবে কিনা এ বিষয়ে তিনি আশংকা প্রকাশ করেছেন। নির্বাচনের দিন ৫টি ভোট কেন্দ্র দখল করে নেওয়ার আশংকা ব্যক্ত করে তিনি ভোটারদের সুষ্ঠু ভোটদানের জন্য তদারকি ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন জানিয়েছেন।