আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে বুধবার বিকেলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে উপজেলার মুশুদ্দি, বলিভদ্র, পাইস্কা, ধোপাখালী ও ধনবাড়ী পৌরসভায় শতাধিক কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও বাঁশঝাড় উপড়ে পড়েছে।
উপজেলা কৃষি বিভাগ জানায়, ঝড়ে সবজি ফসল, পাট, কলা বাগান ও মৌসুমী ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের পর পরই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি ও উপজেলা কৃষি অফিসার জাকিয়া সুলতানা ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি বলে তিনি জানান।