নাচোলে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের জেল

মোঃ আব্দুর রহমান মানিক, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের দায়ে ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরুদ্দিন জানান, মঙ্গলবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে মুসলিমপুর গ্রামের মৃত উত্তমের ছেলে রবিদাসকে (৩৮) ৪৯ পুরিয়া গাঁজা ও গোসাইপুর গ্রামের রবিয়া শিং এর ছেলে লক্ষণ শিং (২৫) এর কাছ থেকে ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে, সেইসাথে তাদেরকে আটক করে পুলিশ। এ ছাড়া মাদক সেবনের দায়ে একই গ্রামের মৃত কাদের বক্্র এর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও টিকইল গ্রামের আব্দুল লতিফ এর ছেলে আহসানকে (৩২) আটক করা হয়।

বুধবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.