জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): মংলা বন্দর দিয়ে আমদানিকৃত বিভিন্ন মডেলের ২শ ৫৬টি রিকন্ডিশন গাড়ি নিলামে দিয়েছে মংলা কাস্টম হাউস। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মংলা, খুলনা, ঢাকা (দক্ষিণ), চট্টগ্রাম, যশোর ও বেনাপোল কাস্টম হাউসে নিলামের দরপত্র জমা দেয় দরপত্র দাতারা। বৃহস্পতিবার বিকেলে মংলা কাস্টম হাউসে (খুলনায়) দরপত্র দাতাদের সামনে নিলাম দরপত্র খোলা হবে।
কাস্টমসের নিয়োগকৃত নিলামকারী প্রতিষ্ঠান এক্সপো ট্রেডার্সের খুলনার ব্যবস্থাপক মো: দেলোয়ার হোসেন জানান, মংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি করে দীর্ঘদিনেও তা ছাড় না করা, আমদানি নিষিদ্ধ গাড়ি আনা ও দীর্ঘদিনের শুল্ক জটিলতা দূর করে রাজস্ব আদায় করতেই কাস্টমস কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো বলেন, গাড়ি আমদানির পর তা খালাসের একটি নির্ধারিত সময় থাকে। আমদানিকারকরা বিভিন্ন অজুহাতে এসব গাড়ি খালাস করেননি। কাস্টমস আইন অনুযায়ী এসব গাড়ি নিলামে তোলা হয়েছে। এর আগে গত ২৬ এপ্রিল ৩শ ৪৪টি গাড়ি নিলামে দেয় কাস্টম কর্তৃপক্ষ।