অনিয়মের অভিযোগে ভোট ছেড়ে দিলেন ঈশ্বরদীর ৫ প্রার্থী

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): পোলিং এজেন্টদের বের করে দেওয়া, নৌকা প্রতীকে ভোট প্রদানে বাধ্য করা এবং ভোট কেটে নেওয়ার অভিযোগ এনে ঈশ্বরদীতে চার বিএনপি প্রার্থী এবং এক স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছেন।

আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মূলাডুলি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস মার্কা) আব্দুর রহমান ফান্টু মন্ডল প্রথম ভোট বর্জনের ঘোষণা দেন।

দুপুর ১২টার দিকে পৃথক পৃথক সাংবাদিক সম্মেলন করে বিএনপির পাকশী ইউনিয়নের প্রার্থী জাকিউল ইসলাম তপন সরদার, দাশুড়িয়া ইউনিয়নের আমিনুল ইসলাম কেনেডি, মূলাডুলির সিরাজুল ইসলাম সরদার ও সাঁড়া ইউনিয়নের আক্কাস আলী মন্ডল ভোট বর্জনের ঘোষণা দেন।

ishwardi election boycott
নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছেন পাকশী ইউনিয়নের বিএনপি প্রার্থী।

এছাড়া দাশুড়িয়া ইউনিয়নের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কে এম রবিউল ইসলামও একই অভিযোগে ভোট বর্জন করেন।

এসময় কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহসান হাবিব, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সদস্য আবু সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন বাবলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজব মো. শফিউদ্দিন মন্ডল, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের মোল্লা প্রমুখ।

সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, অনিয়মের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের জানানোর পরও কোনো প্রতিকার না পাওয়ায় নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নিয়ে প্রহসনের এই নির্বাচন চালিয়ে যাওয়ার কোনো মানেই হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.