রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দেশে বর্তমান সরকারের সময় সবচেয়ে বেশি উন্নয়ন কাজ হচ্ছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করা আবশ্যক। নিজেদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা না হলে উন্নয়ন ব্যহত হয়। স্থানীয়ভাবে ঝগড়া-ফ্যাসাদ করে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের ধারাকে ব্যহত করা ঠিক নয়।
শুক্রবার সন্ধ্যার পর পিরোজপুর জেলার কাউখালী উপজেলা উন্নয়ন সমন্বয় এবং আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, গত ৩২ বছর ধরে আমরা দক্ষিণাঞ্চল তথা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিভিন্ন সময় ১৫ বছর মন্ত্রী সভার সদস্য এবং ছয় বার সংসদ সদস্য পদে আসীন থেকে মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপৃত রয়েছি। এ সময় যোগাযোগ, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে মানুষের জীবনে যে পরিবর্তনের প্রক্রিয়া বহমান সেখানে আমরা যথাসাধ্য অবদান রাখার চেষ্টা করেছি।
সরকারের উন্নয়নের গতিধারায় সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে কোন রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকলে তা পরিহার করে নিজ নিজ দায়িত্ব পালন করা বাঞ্চনীয়। স্থানীয় উন্নয়ন খাতে কোন প্রকল্প বা বরাদ্দ থেকে এ এলাকাকে বঞ্চিত রাখা যাবে না। এ ক্ষেত্রে কোনও বঞ্চনা থাকলে তা আমাদের নজরে আনা সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। মনে রাখতে হবে এ অঞ্চলে দেশের অন্যান্য এলাকার চেয়ে বিদ্যুতায়ন ক্ষেত্রে ন্যায্য হিস্যা অনুযায়ী পাওনা আদায় করতে আমরা সক্ষম হয়েছি এবং তার সুফল মানুষ ভোগ করছে। বিদ্যুৎ নিয়ে অনিয়ম-দুর্নীতি মেনে নেয়া হবে না এবং এ ধরনের কোন অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে আমরা প্রচারপত্রও বিলি করেছি।
মন্ত্রী বলেন, কাউখালী উপজেলা সদরে রাস্তা-ঘাট, ড্রেন, বিশুদ্ধ পানি সরবরাহ ইত্যাদি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হতে হবে। বিশেষতঃ নলকূপ ও পিএসএফ বন্টনের ক্ষেত্রে সুষম নীতি বাস্তবায়ন করার প্রতি আমরা সজাগ রয়েছি। তিনি নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, বিদ্যুৎসহ বিভিন্ন চাহিদা আমাদেরকে অবহিত করলে তাতে উন্নয়ন ত্বরান্বিত হয়। আইন শৃঙ্খলা রক্ষার প্রতি গুরুত্বারোপ করে মন্ত্রী আনোয়ার হোসেন বলেন, শান্তি ও ঐক্য বজায় রাখতে সকলে সচেতন হতে হবে। যাতে সমাজে শান্তি-শৃঙ্খলা ব্যহত না হয় তার প্রতি সবার সজাগ ও সতর্ক দৃষ্টি নিবদ্ধ করে জঙ্গি বা সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে প্রশাসনকে অবহিত করা সকলের কর্তব্য। ধর্মে শান্তি-শৃঙ্খলা ভঙ্গে যে কোন তৎপরতাকে নিষিদ্ধ করা হয়েছে। এলাকায় ঝগড়া-ফ্যাসাদ, দ্বন্দ্ব-সংঘাত বন্ধ করা না হলে তা কেন্দ্রে প্রভাব ফেলে এবং মানুষ তার উন্নয়ন বরাদ্দ ও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়। তাই আমাদের উচিত নিয়ম শৃঙ্খলা মেনে চলা।
কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও লাবনী চাকমার সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন চৌধুরী পপি, কাউখালী ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সয়না-রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম নূরুল হক, উপজেলা জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার প্রমুখ।
এর আগে পরিবেশ ও বন মন্ত্রী এ উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অনুদানের চেক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ঢেউটিন ও নগদ অর্থ উপকার ভোগীদের মধ্যে বিতরণ করেন।
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কাউখালী থানার বিজয় নগর গ্রামে বিকালে কর্মসূচিতে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দোয়া ও মোনাজাতে শরিক হন। এসব কর্মসূচিতে স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউখালী উপজেলার চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের বিজয়নগর-নিলতি খালের উপর এ ব্রীজ তিনটির নির্মাণ কাজ হাতে নেয়া হয়েছে।