একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই (নওগাঁ): শনিবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আত্রাই উপজেলার আটটি ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। বেসরকারি ফলাফলে আটটির মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সাতটিতে জিতেছেন। একটি ইউনিয়নে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন সাহাগোলা ইউনিয়নে শফিকুর রহমান বাবু, ভোঁপাড়ায় মো. জানবক্স, আহশানগঞ্জে মো. আক্কাছ আলী, পাঁচুপুরে মো. আফছার প্রামাণিক, বিশায় আব্দুল মান্নান মোল্লা, মনিয়ারীতে আল্লামা শেরই বিপ্লব, কালিকাপুরে নাজমূল হক নাদিম। হাটকালু পাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. আব্দুস শুকুর আনারস প্রতীক নিয়ে জয় পেয়েছেন।
আত্রাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
শুরুর দিকে কিছুটা আতঙ্ক থাকলেও উপজেলার ৭৫টি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।