মহীপুর থানার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসলাম চৌধুরী ২০১৩ এবং ২০১৪ সালে সিতাকুন্ডে আগুন সন্ত্রাস করেছিল। আর এখন দেশ-বিদেশের শত্রুদের নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। সেজন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

????????????????????????????????????
মহীপুর থানা আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবে উন্নয়নের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

শনিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নবগঠিত মহিপুর থানার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সমুদ্রপথে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। কঠোর হস্তে জলদস্যু নিয়ন্ত্রণে কোস্টগার্ডের জন্য আধুনিক জাহাজ দেওয়া হবে। থানা পুলিশের সন্ত্রাস দমনে সহায়তার জন্য সকল ধরনের যানবাহন দেওয়া হবে। এ সময় স্থানীয় সংসদ সদস্য সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, পটুয়াখালী জেলার পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

থানার উদ্বোধন শেষে রাতে স্বরাষ্ট্র মন্ত্রী মহিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় অংশ নেন। মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম আকন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাসির হাওলাদার প্রমুখ।

কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভাসহ লতাচাপলী, ধুলাসার, মহিপুর ও ডালবুগঞ্জ ইউনিয়ন নিয়ে মহিপুর থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.