রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): বর্ষার আগে জোয়ারের পানিতে ভেসে আসে প্রচুর মাছ। আর এই মাছ ধরার প্রধান মাধ্যম হচ্ছে জাল। বর্ষা মৌসুমে মাছ ধরার জন্য জালের চাহিদাও বেড়ে যায়। কিশোর-যুবক-বৃদ্ধ ও জেলেরা মেতে ওঠে মাছ ধরায়। আর মাছ ধরার জন্য সবাই ব্যবহার করেন বিভিন্ন মাছ ধরার ফাঁদসহ বেশ কয়েক রকমের জাল।
জালের মধ্যে রয়েছে বড় জাল, ধর্মজাল, খড়া, ঢেলাজাল ও ঝাঁকিজালসহ আরও কত কী!
তাই বর্ষার আগে জাল বিক্রির হিড়িক পড়েছে। এ কারণে পিরোজপুরের কাউখালী দক্ষিণ বাজারে প্রতি সোম ও শুক্রবার বসছে জালের হাট ।