জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় অগ্নিকাণ্ডে ব্যবসায়ী সুশীল কুমার সরকারের ৮০ লাখ টাকার মালামাল পুড়ে ভূষ্মিভূত হয়ে গেছে। রোববার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।
সুশীল এন্ড ব্রাদার্স এর স্বত্তাধীকারী সুশীল কুমার সরকার জানান, সকালে কালবাগানের ওই গোডাউনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে গোডাউনের তালা খুলে আগুন জ্বলতে দেখি।
পরে ঝিনাইদহ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় তার একটি পিকআপ ভ্যানও পুড়ে যায়।
তিনি আরো জানান, তার গোডাউনে থাকা চা, হারপিক, ডেটল শাবান, কয়েল, নাইজলসহ প্রায় ১২৭ প্রকার মালামাল পুড়ে গেছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা। ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।