স্বামীর চিকিৎসা করতে না পেরে শিশুকন্যাকে হত্যার পর গর্ভবর্তী মায়ের আত্মহত্যা

রতন সিং, দিনাজপুর: টাকার অভাবে স্বামীর চিকিৎসায় ব্যর্থ হয়ে শিশুকন্যাকে হত্যার পর ৮ মাসের গর্ভবর্তী মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের পূর্ব ডাকুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দিনমজুর মাহমুদুন নবীর ২টি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় সংসারে তীব্র অভাব-অনটন দেখা যায়। স্বামীর চিকিৎসার অর্থ জোগাড় করতে না পেরে সংসারের ঘানি টানতে হিমশিম খান গৃহবধূ লায়লা বেগম। এক পর্যায়ে মানসিকভাবে বিপর্যস্ত লায়লা শনিবার রাতে ৩ বছরের শিশুকন্যা মোনালিসাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লায়লা ৮ মাসের গর্ভবতী ছিলেন বলে এলাকাবাসী জানায়। মর্মান্তিক এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

পার্বতীপুর থানার ওসি মাহমুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে রাতেই মা ও মেয়ের লাশ উদ্ধার করে রোববার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ দুটি স্বজনের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.