রতন সিং, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহায়তায় এগ্রিকালচার রিসার্চ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (আরমিস) এর অ্যাপ্লিকেশন এবং এর ব্যবহার বিধি সম্পর্কিত দিনব্যাপী এক কর্মশালা রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গম গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নরেশ চন্দ্র বর্মণ, বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম, কম্পিউটার অ্যান্ড জিআইএম ইউনিট, বিএআরসি‘র পরিচালক আবেদ হুসাইন চৌধুরী, এমআরএমআইএস এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর আনোয়ার ইকবাল প্রমূখ।
কর্মশালায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডীন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা এবং দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকবৃন্দ অংশ গ্রহণ করেন।