মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রেস মাইন্ড ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকালে এ উপলক্ষে পৌর শহরে র্যালি বের হয়। র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফ্রেস মাইন্ড ক্লাবের আহবায়ক উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়ার এস আই নুরুল ইসলাম বাদল, মেডিকেল অফিসার মোঃ সুজন শরীফ, সাংবাদিক অমল মুখার্জী, রাখাইন অংনয় প্রমুখ। বক্তারা মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।