রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মন্দিরে বোমা বিস্ফোরণ ও মূর্তি ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি অবিস্ফোরিত বুড়ি বোমা ও ২টি পেট্রোল বোমা উদ্ধার করে। এই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহা জানান, সোমবার ভোরে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সীমরগ্রামে কালি মন্দিরে দুর্বৃত্তরা দুটি বুড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে কালি প্রতিমা ভাংচুর করে পালিয়ে যায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে সোমবার সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশিদ ও থানার অফিসার্স ইনচার্জ ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ৫টি ভারতীয় বুড়ি বোমা ও ২টি পেট্রোল বোমা উদ্ধার করে। ঘটনাস্থলে কালি, লক্ষি, সারদাসহ ৫টি মূর্তি ভাঙচুরের আলামত পুলিশ জব্দ করে।
পুলিশের সূত্রটি জানায়, দুর্বৃত্তরা সামাজিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যেই তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। এই ঘটনায় মন্দির কমিটির সভাপতি সুশান্ত রায় বাদী হয়ে সোমবার বিকেলে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই কোন অশুভ চক্র এ ধরনের ঘটনা ঘটিয়েছে। অপরাধী যেই হোক তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।