মীর মনিরুজ্জামান, নেত্রকোনা: নেত্রকোনায় চাঞ্চল্যকর শিশু শুক্কুর আলীকে (১২) হত্যার অভিযোগে মঙ্গলবার তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম আবুল কাসেম। মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি হচ্ছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিটুয়া নওপাড়া গ্রামের মোঃ কাঞ্চন খানের ছেলে শামীম খান, আব্দুস সালামের ছেলে মোঃ সোহাগ ও একই উপজেলার তারাকান্দি রাজীবপুর গ্রামের মোঃ সুলতু মিয়ার ছেলে শরীফুজ্জামান ওরফে হুমায়ূন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৯ জুন বিকালে আসামিরা কেন্দুয়া উপজেলার চিটুয়া নওপাড়া গ্রামের মোঃ ফারুক ভূইয়ার ছেলে শুক্কুর আলীকে স্থানীয় নতুন বাজার থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে। এ ঘটনায় নিহত শুক্কুর আলীর বাবা ১২ জুন কেন্দুয়া থানায় একটি জিডি করেন।
পরে ২৫ জুন আসামিরা নিহতের বাবার কাছে মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে ৬ লক্ষ টাকা দাবি করে। পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ দণ্ডপ্রাপ্ত এই তিন আসামিকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ স্থানীয় সূতী নদীর তলদেশ থেকে নিহত শুক্কুর আলীর মাথা, হাত ও ১৪টি পাঁজরের হাড় উদ্ধার করে।
স্বাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদলত এই রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। অপর আসামি শরীফুজ্জামান ওরফে হুমায়ূন পলাতক রয়েছেন।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট জি এম খান পাঠান বিমল। আসামি পক্ষে ছিলেন এডভোকেট মানবেন্দ্র বিশ্বাস উজ্জল।