রেজাউল করিম, শেরপুর: শেরপুরে ভুল চিকিৎসার অভিযোগে গ্রেফতারকৃত চিকিৎসক শরীফুল ইসলামের মুক্তির দাবিতে টানা ৪দিন ধরে চলা চিকিৎসক ধর্মঘট সাময়িক প্রত্যাহার করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), শেরপুর জেলা শাখা । আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএমএ শেরপুর শাখার সভাপতি ডা: এম এ বারেক তোতা ।
তিনি জানান, জেলা প্রশাসনের আশ্বাস, কেন্দ্রীয় নেতাদের পরামর্শ ও স্থানীয়দের জন দুর্ভোগের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে আমাদের দাবি যদি পূরণ না করা হয় আবারও আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকবো।
এর আগে জেলার শ্রীবর্দী উপজেলার স্বপ্না নামের এক রোগীর স্তন ক্যানসারের ভুল চিকিৎসার মাধ্যমে স্তন কেটে ফেলার অভিযোগে দায়েরকৃত মামলায় গোয়েন্দা (ডিবি) পুলিশ ২০ মে জেলা শহরের নারায়ণপুর এলাকার মুন্নি ডায়গনস্টিক সেন্টার থেকে শরীফুল ইসলামকে গ্রেফতার করে। শরীফুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগের পরামর্শক সার্জন। বর্তমানে তিনি জেলা কারাগারে আটক রয়েছেন।