রতন সিং, দিনাজপুর: দিনাজপুর সেন্টফিলিপস স্কুল এ্যান্ড কলেজের একটি শ্রেণি কক্ষ থেকে ৩টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগভুক্ত করে পুলিশ তদন্ত চালাচ্ছে।
দিনাজপুর সদর কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত জানান, মঙ্গলবার দুপুর ১২টায় শহরের কসবা এলাকায় অবস্থিত সেন্টফিলিপস স্কুল এন্ড কলেজ চলাকালীন সময়ে ৯ম শ্রেণির একটি কক্ষে বোমা সদৃশ্য ৩টি বস্তু দেখতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে কর্তৃপক্ষ বিষয়টি কোতয়ালী থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বোমা সদৃশ্য ৩টি বস্তু উদ্ধার করে। উদ্ধারকৃত লাল টেপ দিয়ে মোড়ানো ওই ৩টি বোমা সদৃশ্য বস্তু শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মুখে টেপ খুলে দেখা যায় বিদ্যুতের সার্কিট ও ভাঙ্গা টাইস দিয়ে মোড়ানো হয়েছে। সন্দেহ করা হচ্ছে কোন দুস্কৃতিকারী চক্র এগুলো বোমা আকারে প্রস্তুত করে বিদ্যালয়ের শ্রেণি কক্ষের জানালায় আতঙ্ক সৃষ্টি করতে ঝুলে রাখে।
এই ঘটনার সাথে কে বা কারা জড়িত সে বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। এ ব্যাপারটি জানাজানির কিছুক্ষণ পর কর্তৃপক্ষ স্কুল ছুটি ঘোষণা করেন। বিদ্যালয়ের আশ-পাশের আতঙ্কিত লোকজনকেও পুলিশ বিষয়টি আশস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অভিযোগভুক্ত করে তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে সেন্টফিলিপস স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক ব্রাদার সুবল দাস ও আজগার আলী বিদ্যালয়ের শিক্ষার্থীদের আতঙ্ক সৃষ্টি করতে যারা এই ঘটনা সৃষ্টি করেছে পুলিশ তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।