সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় র‌্যালি, আলোচনা সভাসহ নানা সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ করার আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ঘন্টাব্যাপী মানববন্ধন

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে বিশ্ব তামালমুক্ত দিবস উপলক্ষে আত্মা’র উদ্যোগে মঙ্গলবার সকালে পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এম.সাইফুল মাবুদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকদ্বয় নিজাম জোয়ারর্দ্দার বাবলু, এম.রায়হান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, নাসিম আনসারী, জাহিদুর রহমান তারিক, সাজ্জাদ আহমেদ, ফয়সাল আহমেদ, এইড ফাউন্ডেশনের পরিচালাক-কর্মসূচি আশাবুল হক, এ্যাডঃ তন্ময় কুন্ডু, এইড-ড্রিম প্রকল্প সমন্বয়কারী শাহাব উদ্দীন আহমেদ, এইড ফাউন্ডেশনের ড্রিম প্রকল্প’র এরিয়া সমন্বয়কারী নাসির উদ্দিন, তৌহিদুর রহমান ডিটো প্রমূখ।

Jhenidah photo 31-05-16 (2)
ঝিনাইদহে বিশ্ব তামালমুক্ত দিবস উপলক্ষে আত্মা’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

শিক্ষক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, সমাজকর্মী, কৃষক, শ্রমিক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশ গ্রহণ করেন।

দিনাজপুরে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

রতন সিং, দিনাজপুর: “সাদা মাটা মোড়ক, তামাক নিয়ন্ত্রণে আগামী দিন” এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় তামাক নিয়ন্ত্রণ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় এবং বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতায় র‌্যালি, আলোচনা সভা ও তামাক সেবন প্রতিরোধের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এর মধ্যে বেলা ১১টায় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় হতে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে দুপুর দেড়টায় সদর জেনারেল হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রাব্বী। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে প্রতি বছর ৯৫ হাজার মানুষ তামাকজনিত বিভিন্ন রোগে মৃত্যুবরণ করে এবং ৩ লক্ষ ৮২ হাজার পঙ্গুত্ব বরণ করে। ৪ লাখ মানুষ তামাক ব্যবহারের কারনে দূরারোগ্য ব্যধিতে ভোগে। এছাড়া তামাকের ধোঁয়ার কারণে ৪ কোটি ২০ লক্ষ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হয়। এ ব্যাপারে আইন করে তামাকের ব্যবহার প্রতিরোধ করা সম্ভব নয়। সামাজিক আন্দোলনের মাধ্যমে টেকসই উন্নয়ন বাস্তবায়নে তামাক নিয়ন্ত্রণ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমরেশ মজুমদার। আরো বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুর রহমান। মুক্ত আলোচনা করেন এনজিও কর্মী মোঃ হাফিজুর রহমান, মোঃ ইয়াকুব আলী, যাদব চন্দ্র রায়, জিনাত রহমান, কানিজ ফাতেমা বেগম, মোঃ আনোয়ারুল ইসলাম বাবলুসহ প্রমুখ।

কলাপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রেস মাইন্ড ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকালে এ উপলক্ষে পৌর শহরে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

KALAPARA PIC-1( 31.05.16)
কলাপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

ফ্রেস মাইন্ড ক্লাবের আহবায়ক উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বস, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়ার এসআই নুরুল ইসলাম বাদল, মেডিকেল অফিসার মোঃ সুজন শরীফ, সাংবাদিক অমল মুখার্জী, রাখাইন অংনয় প্রমুখ। বক্তারা মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.