মিলন কর্মকার রাজু, কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও টিয়াখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান শিমুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে টিয়াখালী ইউনিয়ন পরিষদ মাঠে এ সংবর্ধনায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ইউনিয়ন সভাপতি ডা. হাবিবুর রহমান।
ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া এ সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, চেয়ারম্যান মশিউর রহমান শিমু, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপাধ্যক্ষ শহীদুল আলম, আব্দুল মালেক আকন্দ, সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা, অধ্যাপিকা ফাতিমা আক্তার রেখা প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি সমর্থিত তিন মেম্বার আওয়ামী লীগে যোগ দেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করে আবুল বাশার।