মো. আব্দুর রহমান মানিক, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত শাহ আলম (৩০) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চোরাই মির্জাপুর গ্রামের বাসিন্দা ।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরুদ্দিন জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার এস আই শহীদ উপজেলার ফতেপুর ইউপির মল্লিকপুর গার্লস স্কুলের পাশে আমবাগান থেকে অস্ত্রসহ তাকে আটক করে।
তার বিরুদ্ধে নাচোল থানায় মামলা হয়েছে।