আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলার নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ৩টায় নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো: মাহবুব হোসেন। এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা রিনিসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শপথ নেওয়া চেযারম্যানরা হলেন, মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা খান বাবলু, মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাজাহান আলী তালুকদার ও আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল এবং ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মঞ্জুর মোর্শেদ, যদুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ফিরোজ আহম্মেদ, ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন, পাইস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ বজলু, বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সুরুজ্জামান মিন্টু, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ও বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম তালুকদার।