প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর কলেজ রোডে মজিবর মার্কেটে ঈশ্বরদী উপজেলা পরিবেশক সমিতি গঠিত হয়েছে। শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি শফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত এই সভায় অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সহ-সভাপতি কে এম আবুল বাশার এবং সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন।
পরিবেশক ব্যবসার সমস্যা নিরসন এবং উন্নতিকল্পে পরিবেশকরা ঐক্যবদ্ধ হয়ে এই কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেন। ৭০ জন পরিবেশকের উপস্থিতিতে এ সময় যুবায়ের আলমকে আহব্বায়ক এবং মাহমুদুর রহমান মামুন, ফরহাদ রেজা হিরক ও মনিরুজ্জামান শিমুলকে যুগ্ম আহব্বায়ক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শরিফুল ইসলাম শরিফ, মামুন মোল্লা বাবু, শাহিনুর রহমন শাহিন, তানজিম রহমান ফিরোজ ও রফিকুল ইসলাম ফখরুল। আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে ঘোষণা করা হয়।