মো. রবিউল হাসান রবিন, কাউখালী ( পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে জুলহাস সরদার নামে এক বছর বয়সী শিশু পুকুরে ডুবে মারা গেছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার গোসনতারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জুলহাস কাউখালী সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. মিরাজ সরদারের ছেলে। শিশুটিকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরে পার্শ্ববর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলা গোসনতারা গ্রামের গৃহবধূ তার এক বছর বয়সী শিশু জুলহাসকে ঘরের মেঝেতে রেখে গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সকলের অগোচরে শিশুটি হামাগুড়ি দিয়ে বসতঘর লাগোয়া পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন একঘন্টা খোঁজাখুঁজির পর পুকুর হতে শিশুটিকে উদ্ধার করে। মূমুর্ষূ শিশুটিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুর রহমান শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির পরিবারের স্বজনরা শিশুটির মরদেহ বাড়িতে নেওয়ার পথে হঠাৎ শিশুটি কিছুটা নড়ে ওঠে। এতে পরিবারের স্বজনরা শিশুটি বেঁচে আছে এমন আশায় দ্রুত পার্শ্ববর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দুপুর পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার মো. আবুল খায়ের মাহমুদ শিশুটিকে দ্বিতীয় দফায় মৃত ঘোষণা করেন ।
এ ঘটনায় নিহত শিশুটির পরিবারে এখন শোকের মাতম চলছে।