বাগেরহাটে কৃষি প্রযুক্তি মেলা শুরু

প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি শেষে মেলার উদ্বোধন করেন উপ-পরিচালক কৃষিবিদ আফতাব উদ্দিন। শুক্রবার ইউএনও শরীফ নজরুল ইসলামের সভাপতিত্বে এসসিডিপি’র অধীনে সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মসিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধনী সভায় আরও বক্তব্য দেন কৃষিবিদ ড. সুনীল কুমার রায়, জি.এম রুহুল আমিন, মহাদেব চন্দ্র সানা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এম.এ মতিন, বেগ এমদাদুল হক বাচ্চু প্রমুখ।

Bagerhat Photo (03.06.16)K
কৃষি প্রযুক্তি মেলায় কৃষকদের মাঝে বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেন অতিথিরা।

মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। মেলা উপলক্ষে কৃষি উপকরণ বিতরণ ও প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.