স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ‘অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যাক্রান্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা রবিবার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিণ পিয়া। কর্মশালার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ঈশ্বরদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুর্শেদ আহমেদ। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু এবং সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন।
ঈশ্বরদী যুব উন্নয়ন অধিদপ্তর ১২০ জন প্রতিবন্ধীকে প্রশিক্ষণ এবং ৯ জনকে ঋণ প্রদান করেছে। কর্মশালায় ৪০ জন প্রতিবন্ধী অংশগ্রহণ করেন।