রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে বড় ভাই।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার খাট্টাউছনা গ্রামে শনিবার দুপুরে মদ্যপ অবস্থায় বাসায় এসে নিপেন উড়াও (৪০) মাতলামি করার সময় ছোট ভাই সঞ্জিত উড়াওয়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সঞ্জিত ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই নিপেনকে উপর্যুপুরি আঘাত করলে গুরুতর আহত হন। আহত নিপেনকে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক রংপুর শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় নিপেন মারা যায়। নিহত নিপেন মৃত মঙলা উড়াওয়ের পুত্র।
হাকিমপুর থানার ওসি (তদন্ত) এমরানুল কবির জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।