আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রাণ সায়ের খাল পরিস্কার পরিচ্ছন্নতা, র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্ককন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
“বণ্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি ও বাঁচায় দেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল সাড়ে ৭ টায় সাতক্ষীরা স্টেডিয়াম ব্রিজ এলাকা থেকে শহরের মধ্যে দিয়ে বয়ে চলা প্রাণ সায়ের খাল পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি। এই কর্মসূচির প্রধান অতিথি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের পর সহস্রাধিক বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও বরসা, ব্র্যাক, অগ্রগতি, স্বদেশ, আইডিয়াল, সুশীলন, রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি সাতক্ষীরা শহরের নাজমুল স্বরণী অতিক্রম করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবর্না রানী সাহার সঞ্চালনায় র্যালি পরবর্তী এক আলোচনা সভা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, এ এন এম মঈনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় প্রধান অতিথি সুন্দর অনুষ্ঠানের আয়োজনকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এখন থেকে সাতক্ষীরায় কোন রকম অবৈধ কার্যক্রম, অবৈধ জলাশয় দখল বা অবৈধ স্থাপনা থাকতে পারবে না বা দখল করতে দেওয়া হবেনা। তিনি আরও বলেন, বিশ্ব পরিবেশ দিবসে প্রাণ সায়ের খালকে দখলমুক্ত করা সময়ের ব্যাপার, এটা আমাদের সকলের দাবি। সাতক্ষীরাকে একটি পরিস্কার পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলতে পরিবেশ রক্ষা করা অতি জরুরি প্রয়োজন। জীবন বাঁচাতে এবং মনোরম পরিবেশ ধরে রাখতে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন রক্ষায় সকলকে সর্বদা চেস্টা করতে হবে এবং পরিবেশ রক্ষায় হাইড্রোলিক হর্নসহ যত্রতত্র ময়লা আর্বজনা ফেলার বিরুদ্ধে সকলকে সোচ্চার হবার আহবান জানান তিনি। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্ককন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সকলের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।