জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: চট্রগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর লাশ শৈলকুপা উপজেলার মদনগোপালপুর গ্রামে দাফনের সিদ্ধান্ত হয়েছে।
পুলিশ সুপার বাবুল আক্তারের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনগোপালপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল ওয়াদুদ। তিনি পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক। বর্তমান মাগুরা শহরের কাউন্সিলপাড়ায় বসবাস করেন। চাচাতো ভাই এমদাদুল মিয়া জানান, মিতু ছিলেন হাসি-খুশি ও নিরহংকারী। গ্ররামের বাড়িতে বেড়াতে আসলে সবার সাথে হাসিমুখে কথা বলতেন।
তিনি আরো জানান, ঈদে বা বিশেষ দিনে চাচা, চাচিসহ বাবুল আক্তার স্ত্রী ও সন্তানদের নিয়ে গ্রামে আসতেন। এ সময় গ্রামের বাড়িটি আনন্দে ভরে উঠতো। বাবুল আক্তারের বয়োবৃদ্ধ চাচা আব্দুল গফুর জানান, ভাইয়েরা পৃথক হলেও গ্রামের বাড়িতে তারা বেড়াতে আসলে সবাই একান্নবর্তী পরিবারের মতো বসবাস করেন।
বউমা মাহমুদা আক্তার মিতু ভালো মনের মানুষ ছিলেন বলেও চাচাশ্বশুর আব্দুল গফুর জানান। এদিকে নিহত মাহমুদা আক্তার মিতুর খালাতো ভাই আমিরুল ইসলাম জানান, মৃতদেহ শৈলকুপা উপজেলার মদনগোপালপুর গ্রামে দাফনের সিদ্ধান্ত হয়েছে।
ঢাকায় মিতুর বাবার বাসা থেকে ঝিনাইদহে নিয়ে আসা হবে। চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ জানিয়েছেন, মরদেহ নিয়ে যাওয়া হবে ঝিনাইদহে। সেখানে বাবুল আক্তারের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাহমুদাকে দাফন করা হবে।