রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে ট্রেনে অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় মালামাল উদ্ধার ও ২ নারী চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। এ সময় ৩৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুর ২টায় বিজিবি দিনাজপুর সেক্টর ও ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে নাটোর থেকে পার্বতীপুরগামী বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ট্রেন রকেট এক্সপ্রেসের কয়েকটি বগি থেকে প্রায় কোটি টাকার পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বেনারশি, কাতান ও দেবদাস শাড়ী, থ্রি-পিস, থান কাপড়, শিশু পোশাক, মশলা, বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ, ৩৪২ বোতল ফেন্সিডিল এবং ৪০ হাজার পিস গরু মোটাতাজাকরণ ভারতীয় প্রাকটিন ট্যাবলেট।
এ সময় বিজিবির হাতে আটক হয় ২ নারী চোরারকারবারী। এরা হলেন- পার্বতীপুর উপজেলার বাঙ্গালীপাড়া মহল্লার বদরউদ্দীনের স্ত্রী কোহিনুর বেগম (৩২) ও আব্দুল জলিলের স্ত্রী সেতারা বেগম (৩০)।
উদ্ধারকৃত মালামাল দিনাজপুর কাষ্টমস গুদামে জমা দিয়ে বিজিবির পক্ষ থেকে বিকেলে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।