মোঃ আব্দুর রহমান মানিক, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সোমবার রাতে ছেলের হাতে বাবা খুন হয়েছে। নিহত জালাল উদ্দিন (৪৮) নাচোল উপজেলার সদর ইউনিয়নের আন্ধরাইল গ্রামের মৃত দুলাল শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বাবা জালাল উদ্দিনের সাথে ছেলে রাজু (২৫) তর্কে জড়িয়ে পড়ার এক পর্যায়ে একটি লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এ সময় বাবা জ্ঞান হারিয়ে ফেললে পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পথে জালাল উদ্দিন মারা যান। এ সময় খবর পেয়ে ছেলে রাজু বাড়ি থেকে পালিয়ে যায়।
নাচোল থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মৃতের ২য় স্ত্রী শেলী বাদী হয়ে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পলাতক রাজুকে আটকের চেষ্টা চলছে।