আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: ভারত থেকে পাচার হয়ে আসা শ্বেতপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি। এগুলো রাধা-কৃষ্ণের মূর্তি বলে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরার ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে বিজিবির একটি টহল দল ভোমরা জাহাঙ্গীর মার্কেটের সামনে রাস্তা পরিত্যক্ত অবস্থায় থেকে মূর্তি দুটি উদ্ধার করে।
ব্যাটালিয়নের তত্ত্বাবধানে বুধবার মূর্তি দুটির প্রকৃত উপকরণ নির্ধারণের জন্য সাতক্ষীরা জেলার জুয়েলারি সমিতি এবং পুরোহিতদের সাথে যোগাযোগ করা হয়। যুগল মূর্তি খুলনার প্রত্নতত্ত্ব বিভাগে জমা দেয়া হবে বলে জানায় বিজিবি।